আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ সদরে অভিযান চালিয়ে একটি মুড়ি কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে জেলা সদরের ফিরিঙ্গীবাজার এলাকায় মেসার্স বিসমিল্লাহ ফুডস নামে মুড়ির কারখানায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানে দেখা যায়, মুড়ির বস্তায় কারখানার নাম, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ নেই, যা食品 নিরাপত্তার জন্য হুমকি। এ কারণে কারখানাটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর গাজী মোহাম্মদ আমিন উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, “ভোক্তাদের স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।