মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মো. হারুন-অর রশিদ। তিনি জানান, ২৩ মার্চ রোববার থেকে ৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং ২৮ মার্চ শুক্রবার থেকে ৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
ছুটি শেষে ৬ এপ্রিল রোববার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলবে বলে জানান তিনি।
আবাসিক হল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “ছুটিতে সকল শিক্ষার্থী বাসায় যায় না, তাই তাদের সুবিধার্থে আবাসিক হল খোলা থাকবে।”