সংবাদ প্রতিবেদন:
জাতীয় ঈদগাহে ঈদের নামাজকে কেন্দ্র করে যখন হাজারো মানুষের ভিড়, তখন নিরাপত্তার দায়িত্বে অবিচল এক নারী পুলিশ সদস্য। তার হাতে লেগে আছে মেহেদির রঙ, কিন্তু দায়িত্বের ভার তাকে উৎসবের আনন্দ থেকে দূরে রেখেছে।
বাস্তবতা কঠিন—স্বপ্নগাঁথা গল্প কখনো রূপকথাকেও হার মানায়। নিজের পরিবার-পরিজন ছেড়ে, এক আকাশ সমান মন খারাপ আড়াল করে, তিনি জনসাধারণের নিরাপত্তার জন্য দাঁড়িয়ে আছেন।
তারা আমাদের স্বপ্নকে নিরাপদে বাড়ি পৌঁছে দেন, অথচ তাদের স্বপ্ন হয়তো নিজ ঘরে ফেরার সুযোগই পায় না। এই আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানাই।
সবাইকে ঈদ মোবারক!