October 17, 2025, 10:59 am
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

কালো ধোঁয়া রোধে গাড়ির ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে

মো: সুমন রানা

মো: সুমন রানা

দেশের সর্ববৃহৎ পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পদযাত্রার আয়োজন করা হয়। মানববন্ধন থেকে পরিবেশ রক্ষায় সাত দফা দাবি উত্থাপন করেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মুনসাফা তৃপ্তি।

গ্রিন ভয়েসের সাত দফা দাবিগুলো হলো:
১. জীবাশ্ম জ্বালানি ও পুরাতন যানবাহনের ব্যবহার বন্ধ করে কালো ধোঁয়া নির্গমণ রোধে গাড়ির ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে।
২. দু-স্ট্রোক ইঞ্জিনচালিত যানবাহন সারা দেশে নিষিদ্ধ করতে হবে।
৩. সব অবৈধ ইটভাটা বন্ধ এবং নদীপাড়ের ইটভাটা ভেঙে ফেলার পাশাপাশি কাঠ ও গাছ জ্বালানি হিসেবে ব্যবহার নিষিদ্ধ করতে হবে।
৪. মাটির ইটের পরিবর্তে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক ব্যবহারে জনগণকে উৎসাহ দিতে হবে এবং সরকারি প্রকল্পে তা বাধ্যতামূলক করতে হবে।
৫. নির্মাণকাজের সময় বায়ু ও শব্দ দূষণ রোধে ঘের দেওয়া, ঢাকনা ব্যবহার এবং ধুলা নিয়ন্ত্রণে কঠোর নিয়ম মানতে হবে।
৬. বায়ুর মান পরিমাপের ব্যবস্থা ঢাকাসহ বড় শহরে বাড়াতে হবে এবং আগাম দূষণ পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা চালু করতে হবে।
৭. শুষ্ক মৌসুমে রাস্তা নিয়মিত ভেজাতে হবে, এ জন্য সিটি করপোরেশন, ওয়াসা, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদফতরের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির, স্থপতি ইকবাল হাবিব, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলনের (পরিজা) সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, শিল্পী ও শিক্ষক আবু সেলিম, এবং গ্রিন ভয়েসের উপদেষ্টা শফিক রেজা।

এছাড়াও রাজধানীর ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও দেশের একমাত্র সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন শেষে একটি র‍্যালি বের করা হয়, যা প্রেসক্লাব থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য পর্যন্ত গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন