বিস্তারিত:
এইমাত্র রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনাল থেকে বারো রাস্তার মোড় যাওয়ার রোডে ভয়াবহ বাইক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় বাইকে থাকা দুইজন যুবক মারাত্মকভাবে আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। তবে এখন পর্যন্ত আহত দুই যুবকের পরিচয় জানা সম্ভব হয়নি।
যদি কেউ তাদের চিনে থাকেন বা পরিচয় শনাক্ত করতে পারেন, অনুগ্রহ করে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সহায়তা করুন।
ঘটনাটি গুরুত্বসহকারে বিবেচনা করে আশেপাশের সকলকে পোস্টটি বেশি করে শেয়ার করার অনুরোধ জানানো হচ্ছে, যাতে তাদের পরিবার দ্রুত খবর পায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।