জুনেদ আহমদ রুনু, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি | আগামী সকাল:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় বজ্রপাতে মো. মুজিবুর রহমান (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সকালে নিজ বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হন তিনি।
নিহত মুজিবুর রহমান ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল গ্রামের নুরুল আমিনের ছেলে এবং খুরমা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
মুজিবুরের চাচাতো ভাই মো. মুহিবুর রহমান জানান, সকাল ৬টার দিকে বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
মুজিবুরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে সহপাঠীরা ও এলাকাবাসী তাকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।
প্রাকৃতিক দুর্যোগের সময় সতর্ক থাকার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।