July 30, 2025, 8:00 pm
শিরোনাম :
মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড বগুড়ায় আকাশে উড়ার স্বপ্নভঙ্গ: জুলাই শেষ, নেই বাণিজ্যিক ফ্লাইট! ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

তালতলীতে পাগলা মহিষের তাণ্ডব: গুরুতর আহত ৩, এলাকা জুড়ে চরম আতঙ্ক

এইচ বি সুমন আলী

এইচ বি সুমন আলী
স্টাফ রিপোর্টার, বরগুনা

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের চরপাড়া-গাবতলী এলাকায় পাগলা এক মহিষের তাণ্ডবে আজ বুধবার (১৫ মে) সকালে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। মহিষটির আচরণে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও উৎকণ্ঠা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে চরপাড়া গ্রামের বিস্তীর্ণ মাঠে আঃ রব গাজীর মালিকানাধীন একটি মহিষ হঠাৎ পাগলা আচরণ শুরু করে। শুরুতে দৌড়ঝাঁপ করলেও কিছুক্ষণ পর জনতার দিকে আক্রমণ চালাতে থাকে এই হিংস্র প্রাণীটি।

আহতরা হলেন:
১. মোঃ ফারুক আকন (৪৫), পিতা- মৃত গফুর আলী আকন
২. শাহজাহান গাজী (৪০), পিতা- মৌয়জদ্দিন গাজী
৩. আঃ রব গাজী, মহিষটির মালিক

ফারুক আকনের মাথায় প্রচণ্ড আঘাত লাগায় তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকদের প্রাথমিক রিপোর্টে তার অবস্থা গুরুতর এবং মাথায় সেলাই দিতে হয়েছে।

মহিষটির তাণ্ডব এখানেই থেমে থাকেনি। এখনও প্রাণীটিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। এতে চরপাড়া এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে নারী, শিশু এবং বৃদ্ধরা আতঙ্কে বাড়ির বাইরে বের হচ্ছেন না।

স্থানীয় বাসিন্দা রহিম গাজী জানান,
“মহিষটি কয়েকদিন ধরেই অস্বাভাবিক আচরণ করছিল। কিন্তু আজ যা ঘটল, তা ভয়াবহ। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক, না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

অভিযোগ রয়েছে, ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রাণিসম্পদ বিভাগের কেউ ঘটনাস্থলে আসেননি। সচেতন এলাকাবাসীর মতে, প্রাণীটিকে ঘুমপাড়ানি ওষুধ প্রয়োগের মাধ্যমে দ্রুত নিয়ন্ত্রণে না আনলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।

এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং মহিষটিকে নিরাপদে সরানোর জোর দাবি জানিয়েছেন। এই মুহূর্তে পুরো চরপাড়া গ্রামে আতঙ্ক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন