মোঃ ফজলে রাব্বি, উপজেলা প্রতিনিধি (বগুড়া)
বগুড়ার আদমদীঘিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে তিনজন আরোহী বগুড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৯০১৯) সামনে থেকে তাদের ধাক্কা দেয়। তীব্র সংঘর্ষে তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ট্রাকটি পালানোর চেষ্টা করলেও পরে সেটি আটক করা সম্ভব হয়। তবে চালক ও সহকারী পালিয়ে যান।
নিহতদের মধ্যে দু’জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন:
শফিকুল ইসলাম রিংকন (২১), পিতা শহিদুল ইসলাম, গ্রাম- দক্ষিণ সাথালিয়া, উপজেলা- সাঘাটা, জেলা- গাইবান্দা।
মুশফিকুর রহমান, পিতা শাহাজাহান আলী, গ্রাম- গোকুল উত্তরপাড়া, উপজেলা- বগুড়া সদর।
অপর জনের নাম আশরাফুজ্জামান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক ও হেলপার পলাতক। তাদের আটকের জন্য অভিযান চলছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।