July 30, 2025, 1:14 pm
শিরোনাম :
মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড বগুড়ায় আকাশে উড়ার স্বপ্নভঙ্গ: জুলাই শেষ, নেই বাণিজ্যিক ফ্লাইট! ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

আজিজুল হক কলেজের তিন শিক্ষার্থী ট্রাকের ধাক্কায় নিহত

মিরাজ হুসেন প্লাবন

মোঃ ফজলে রাব্বি, উপজেলা প্রতিনিধি (বগুড়া)

বগুড়ার আদমদীঘিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে তিনজন আরোহী বগুড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৯০১৯) সামনে থেকে তাদের ধাক্কা দেয়। তীব্র সংঘর্ষে তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ট্রাকটি পালানোর চেষ্টা করলেও পরে সেটি আটক করা সম্ভব হয়। তবে চালক ও সহকারী পালিয়ে যান।

নিহতদের মধ্যে দু’জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন:

শফিকুল ইসলাম রিংকন (২১), পিতা শহিদুল ইসলাম, গ্রাম- দক্ষিণ সাথালিয়া, উপজেলা- সাঘাটা, জেলা- গাইবান্দা।

মুশফিকুর রহমান, পিতা শাহাজাহান আলী, গ্রাম- গোকুল উত্তরপাড়া, উপজেলা- বগুড়া সদর।

অপর জনের নাম আশরাফুজ্জামান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক ও হেলপার পলাতক। তাদের আটকের জন্য অভিযান চলছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন