October 17, 2025, 8:45 am
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

সুনামগঞ্জে জাউয়াবাজারে হাইওয়ে পুলিশের নতুন ক্যাম্প উদ্বোধন

মিরাজ হুসেন প্লাবন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে অস্থায়ী হাইওয়ে পুলিশ ক্যাম্প। দীর্ঘদিন ধরে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে মালিক, শ্রমিক ও স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে এই ক্যাম্প স্থাপন করা হয়েছে।

সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়কলস হাইওয়ে থানার অধীনে স্থাপিত এ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো: রেজাউল করিম। সভাপতিত্ব করেন জয়কলস থানার ইনচার্জ সুমন কুমার চৌধুরী এবং সঞ্চালনা করেন শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট শিশির চন্দ্র দাস।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম ব্যস্ত এ সড়কে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। নতুন ক্যাম্প চালুর ফলে যানবাহন নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ, চাঁদাবাজি ও ডাকাতি দমনে কার্যকর ভূমিকা রাখবে হাইওয়ে পুলিশ। এতে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।

উদ্বোধনী শেষে বিশেষ দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়। এ দোয়ায় স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

প্রসঙ্গত, প্রবাসী ও বিত্তবানদের সহযোগিতায় প্রায় সাড়ে চার লাখ টাকা ব্যয়ে এই ক্যাম্প নির্মিত হয়েছে। স্থানীয়রা জানান, বহু প্রত্যাশিত এই ক্যাম্প চালুর ফলে জননিরাপত্তা বৃদ্ধি পাবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমে আসবে।

— মোঃ মোশাররফ হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন