মিরাজ হুসেন প্লাবন.
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১৬ ডিসেম্বরের বিজয় দিবস কোনো দলের নিজস্ব দিবস নয়, তাই সরকার এটি যথাযথভাবে উদযাপন করতে চায়। সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে বিজয় দিবস উদযাপন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে তিনি এ কথা জানান।
তিনি বলেন, বিজয় দিবস উদযাপন উপলক্ষে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই এবং ১৬ ডিসেম্বর আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বিশৃঙ্খলার আশঙ্কা নেই। বৈঠকে সার্বিক নিরাপত্তা ও চলাচল নির্বিঘ্ন রাখার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি পুনরায় উল্লেখ করেন যে, বিজয় দিবস কোনো দলের নয়।
এছাড়াও, চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের জাহাজ থেকে সরাসরি পণ্য পরিবহন প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে, ভারতীয় গণমাধ্যম এ বিষয়ে নানা কথা বলছে, তবে বিষয়টি যাচাই করে দেখার জন্য বাংলাদেশি গণমাধ্যমগুলোরও ভূমিকা রাখা উচিত।