July 30, 2025, 7:02 pm
শিরোনাম :
মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড বগুড়ায় আকাশে উড়ার স্বপ্নভঙ্গ: জুলাই শেষ, নেই বাণিজ্যিক ফ্লাইট! ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

সাতক্ষীরায় আলিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মিরাজ হুসেন প্লাবন

মাসুদ রানা, সাতক্ষীরা,

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল; মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলার সুনামধন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আলিয়া কামিল মাদ্রাসায় “তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতির পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২০ জানুয়ারি) সোমবার বেলা ১১ টায় মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মুফতি আখতারুজ্জামানের সভাপতিত্বে এবং আরবি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র হাফেজ মোস্তাকিম বিল্লাহ পবিত্র কুরআন তেলাওয়াত করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব শোয়াইব আহমাদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আগামী দিনে দেশ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ও দায়িত্ব পালন করতে হবে মাদ্রাসার শিক্ষার্থীদের। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে তুমি নিজেকে যোগ্য করে তোল, যাতে ভবিষ্যতে সমাজে পরিবর্তন আনতে পার।” তিনি শিক্ষার্থীদের প্রতি নিজস্ব মেধা এবং দক্ষতা প্রমাণের আহ্বান জানান এবং মাদ্রাসা শিক্ষা নিয়ে কোনো ধরনের নেতিবাচক মনোভাব পরিহার করার পরামর্শ দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মোঃ মুহিবুল্লাহ, মাদ্রাসার ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতির আহ্বায়ক মুহাদ্দিস মাওঃ মোস্তফা শামসুজ্জামান, হেড মুহাদ্দিস সিরাজুল ইসলাম, এবং ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার সভাপতি মোঃ মাসুদ রানা।

অনুষ্ঠানে নব উদ্যম শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা’র শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

অনুষ্ঠানের শেষভাগে অতিথিবৃন্দ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এভাবে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতির পুরস্কার বিতরণী অনুষ্ঠান এক আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন