August 6, 2025, 11:47 pm
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান দিবসে কেশবপুরে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি চাঁপাইনবাবগঞ্জে গণ-অভ্যুত্থান দিবসে উত্তেজনা, দুই পক্ষের ধস্তাধস্তি! রাতে দোকান বন্ধ থাকা অবস্থায় ঘটে চুরির ঘটনা মুন্সিগঞ্জে আলু চাষিরা দুশ্চিন্তায়: দাম কম, উৎপাদন খরচ ওঠেনা শহীদ পরিবারের পাশে সরকারি কর্মকর্তারা আধুনিক জলযান নির্মাণ প্রকল্প পরিদর্শনে সরকারের দুই উপদেষ্টা রূপনগরে সবুজ বিপ্লব: জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি ঢাকা-১৪-এ আস্থার ঢেউ: মুন্সি আঞ্জুকে ঘিরে গণজোয়ার যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা

সাতক্ষীরায় আলিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মিরাজ হুসেন প্লাবন

মাসুদ রানা, সাতক্ষীরা,

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল; মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলার সুনামধন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আলিয়া কামিল মাদ্রাসায় “তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতির পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২০ জানুয়ারি) সোমবার বেলা ১১ টায় মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মুফতি আখতারুজ্জামানের সভাপতিত্বে এবং আরবি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র হাফেজ মোস্তাকিম বিল্লাহ পবিত্র কুরআন তেলাওয়াত করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব শোয়াইব আহমাদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আগামী দিনে দেশ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ও দায়িত্ব পালন করতে হবে মাদ্রাসার শিক্ষার্থীদের। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে তুমি নিজেকে যোগ্য করে তোল, যাতে ভবিষ্যতে সমাজে পরিবর্তন আনতে পার।” তিনি শিক্ষার্থীদের প্রতি নিজস্ব মেধা এবং দক্ষতা প্রমাণের আহ্বান জানান এবং মাদ্রাসা শিক্ষা নিয়ে কোনো ধরনের নেতিবাচক মনোভাব পরিহার করার পরামর্শ দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মোঃ মুহিবুল্লাহ, মাদ্রাসার ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতির আহ্বায়ক মুহাদ্দিস মাওঃ মোস্তফা শামসুজ্জামান, হেড মুহাদ্দিস সিরাজুল ইসলাম, এবং ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার সভাপতি মোঃ মাসুদ রানা।

অনুষ্ঠানে নব উদ্যম শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা’র শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

অনুষ্ঠানের শেষভাগে অতিথিবৃন্দ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এভাবে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতির পুরস্কার বিতরণী অনুষ্ঠান এক আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন