August 2, 2025, 8:41 pm
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিদর্শনে উপদেষ্টা শেখ বশির উদ্দিন

মিরাজ হুসেন প্লাবন

খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন কেসিসি ২ নম্বর ওয়ার্ড এবং ১ নম্বর আটরা গিলাতলা ইউনিয়নে টিসিবির বিভিন্ন বিক্রয় পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। মঙ্গলবার দুপুর ১টায় তিনি এ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপসহকারী প্রকৌশলী ও ২ নম্বর ওয়ার্ড কেসিসি কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আজিজুন নাহার বেলা। অনুষ্ঠানটি পরিচালনা করেন কেসিসি ২ নম্বর ওয়ার্ডের সচিব মো. গোলাম মোস্তফা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, টিসিবি বাংলাদেশের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল আজাদ, টিসিবির প্রধান কার্যালয় ঢাকার যুগ্ম পরিচালক মেশকাতুল আলম, খুলনা টিসিবির আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক টি.এম. মোশারফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

এ সময় উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, “টিসিবি একটি সেবামূলক প্রতিষ্ঠান, যা দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে। চলতি বছরেও ১৩টি এলাকায় ১২ লাখ মানুষকে স্মার্ট কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য দেওয়া হবে। সরকার এই কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে, যাতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নত হয়।”

পরিদর্শনকালে উপদেষ্টা শেখ বশির উদ্দিন তদারকি কার্যক্রমের অংশ হিসেবে পাঁচজন উপকারভোগীকে নিজ হাতে টিসিবির পণ্য সরবরাহ করেন। এদের মধ্যে ছিলেন মোহাম্মদ জসিম শেখ, মো. শেখ রফিকুল ইসলাম, মো. বারেক চেহের আলী, ইস্রাফিল রহমান ও মো. হাসান বেগ।

সরকারের অন্তর্বর্তীকালীন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন