মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিশেষ অভিযানে চার বহিরাগত যুগলকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ক্যাম্পাসের বিভিন্ন স্থান, বিশেষ করে পুলিশ ফাঁড়ি মাঠ ও ভিসি মাঠ থেকে তাদের আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসনের যৌথ অভিযানে এ আটকের ঘটনা ঘটে। তবে প্রথমবারের মতো মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
সহকারী প্রক্টর মো. আব্দুল্লাহ-আল-মাহাবুব বলেন, “প্রথমবার সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে, তবে ভবিষ্যতে আইন ভঙ্গ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ স্বপন জানান, “প্রক্টরিয়াল বডির নির্দেশে আটক ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।