August 3, 2025, 2:50 pm
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

তালতলীতে মাদ্রাসার সামনে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

মিরাজ হুসেন প্লাবন

স্টাফ রিপোর্টার, বরগুনা

বরগুনার তালতলীতে মাদ্রাসায় যাওয়ার পথে অটোরিকশার চাপায় মোসাঃ হাবিবা (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার মোমেশে পাড়া আশরাফুল উলুম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবা একই এলাকার আব্দুস সালাম মুন্সীর মেয়ে এবং আশরাফুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুপুরে মাদ্রাসায় যাওয়ার জন্য একটি অটোরিকশায় উঠেছিল হাবিবা। মাদ্রাসার সামনে পৌঁছে সে যখন নামছিল, তখন বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে মাদ্রাসার শিক্ষক ও স্বজনরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহফুজা আক্তার বলেন, “শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।”

ঘটনার বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল জানান, “সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন