স্টাফ রিপোর্টার, বরগুনা
বরগুনার তালতলীতে মাদ্রাসায় যাওয়ার পথে অটোরিকশার চাপায় মোসাঃ হাবিবা (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার মোমেশে পাড়া আশরাফুল উলুম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবা একই এলাকার আব্দুস সালাম মুন্সীর মেয়ে এবং আশরাফুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুপুরে মাদ্রাসায় যাওয়ার জন্য একটি অটোরিকশায় উঠেছিল হাবিবা। মাদ্রাসার সামনে পৌঁছে সে যখন নামছিল, তখন বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে মাদ্রাসার শিক্ষক ও স্বজনরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহফুজা আক্তার বলেন, “শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।”
ঘটনার বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল জানান, “সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।