April 17, 2025, 10:19 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা ‘অপারেশন ডেভিল হান্ট’ — সিবিএ সিমেন্ট ফ্যাক্টরির সভাপতি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে ফিলিস্তিনে আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ মেহেরপুরে সীমিত আকারে পালিত মুজিবনগর দিবস, ভাস্কর্য পুনঃনির্মাণের উদ্যোগ কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধে উত্তাল শিক্ষার্থীরা গজারিয়ায় শিশুকে যৌন নিপীড়ন অভিযোগে যুবক আটক চিরনিদ্রায় শায়িত হিরো আলমের বাবা, বগুড়ায় সম্পন্ন হয়েছে দাফন অভিনেতা হিরো আলমের বাবা মারা গেছেন, আজ জানাজা বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ , দুর্ভোগে নগরবাসী ছেলেদের অবহেলায় আত্মহত্যা: রাজশাহীতে বৃদ্ধ পিতার মর্মান্তিক পরিণতি

“করতোয়া নদীতে স্নান মানেই অশ্বমেধ যজ্ঞের পূণ্য!”

মিরাজ হুসেন প্লাবন

নিউজ ডেস্ক:
করতোয়া নদী, যা বর্তমানে একটি ছোট নদী হিসেবে পরিচিত, এক সময় রাজশাহী ও রংপুর বিভাগের মানুষের কাছে ছিল একটি পবিত্র ও বিস্তৃত জলপ্রবাহ। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে করতোয়ার গুরুত্ব অপরিসীম। এর একটি গুরুত্বপূর্ণ প্রবাহ, করতোয়া নিম্ন নদী নামে পরিচিত, বগুড়া জেলার ঐতিহাসিক মহাস্থানগড় (প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরী) অতিক্রম করে প্রবাহিত।

পুরাণ ও মহাকাব্যে করতোয়ার মাহাত্ম্য বিশেষভাবে উল্লিখিত।
মহাভারতে বলা হয়েছে, তিনদিন উপবাসের পর করতোয়া নদীতে স্নান বা ভ্রমণ করা মানে অশ্বমেধ যজ্ঞের সমান পূণ্য অর্জন করা। এটি এই নদীর পবিত্রতা ও ধর্মীয় মর্যাদার প্রমাণ বহন করে।

এছাড়াও ধারণা করা হয়, আরেকটি প্রাচীন নগর শ্রাবস্তী, করতোয়া নদীর পাড়েই অবস্থিত ছিল, যা মহাস্থানগড়ের উত্তরে অবস্থিত হতে পারে। যদিও এই শহরের সঠিক অবস্থান নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে, তবে করতোয়ার আশেপাশেই এর অস্তিত্ব ছিল বলে অনেকেই মনে করেন।

আজকের দিনে করতোয়া নদী তার প্রাচীন গৌরব হারিয়ে ক্ষীণ স্রোতের একটি সরু ধারায় পরিণত হয়েছে।
তবুও ইতিহাস ও ধর্মীয় দৃষ্টিকোণে এই নদীর গুরুত্ব আমাদের স্মরণ করিয়ে দেয়, কালের স্রোতেও কিছু প্রবাহ কখনো পুরোপুরি মুছে যায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন