বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে কর্মরত কম্পিউটার অপারেটরদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘স্কিল ডেভেলপমেন্ট ইন এমএস অফিস এন্ড ই-মেইল কমিউনিকেশন’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মসূচি আজ মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, “অফিসের কার্যক্রমকে আরও কার্যকর ও গতি সম্পন্ন করতে কর্মকর্তা ও কর্মচারীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রত্যেকের জ্ঞান ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, “শেখার জন্য মানসিকতা পরিবর্তনের প্রয়োজন রয়েছে। শুধু শিখেই থেমে থাকলে চলবে না; বরং নিজেকে সবসময় আপডেট রাখতে হবে। প্রযুক্তির যথাযথ ব্যবহারে অভ্যস্ত হতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব।
প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন বেরোবি