August 4, 2025, 3:48 pm
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

প্রযুক্তি দক্ষতায় বেরোবি কর্মকর্তাদের প্রশিক্ষণ

মুসফিকুর রহমান

বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে কর্মরত কম্পিউটার অপারেটরদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘স্কিল ডেভেলপমেন্ট ইন এমএস অফিস এন্ড ই-মেইল কমিউনিকেশন’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মসূচি আজ মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, “অফিসের কার্যক্রমকে আরও কার্যকর ও গতি সম্পন্ন করতে কর্মকর্তা ও কর্মচারীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রত্যেকের জ্ঞান ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “শেখার জন্য মানসিকতা পরিবর্তনের প্রয়োজন রয়েছে। শুধু শিখেই থেমে থাকলে চলবে না; বরং নিজেকে সবসময় আপডেট রাখতে হবে। প্রযুক্তির যথাযথ ব্যবহারে অভ্যস্ত হতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব।

প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন বেরোবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন