মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী গ্রামে নাঈম মোল্লা (২৩) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাঈম ওই গ্রামের কামরুল হাসানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নাঈম নিজ ঘরের বারান্দায় আড়ার সাথে তার স্ত্রীর ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। কিছু সময় পর তার স্ত্রী মুক্তা খাতুন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং চিৎকার করলে বাড়ির অন্যান্য সদস্যরা ছুটে আসেন। পরে ওড়না কেটে নিচে নামানো হলে নাঈমকে মৃত অবস্থায় পাওয়া যায়।
পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা, নাঈম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্নজনের কাছে দেনায় জর্জরিত ছিলেন। এই আর্থিক চাপ ও মানসিক অস্থিরতা থেকেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।