শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় বন্য হাতির আক্রমণে আকাশ (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী দরবেশতলা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আকাশ প্রতিদিনের মতো সেদিন রাতেও বাড়ির বাইরে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে একটি বন্য হাতি লোকালয়ে প্রবেশ করে এবং তাকে আক্রমণ করে। হাতির পায়ে পিষ্ট হয়ে আকাশ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা নিহত আকাশের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে সর্বাত্মক চেষ্টা করবো।”
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসরাফুল ইসলাম রাসেল জানান, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। সেইসঙ্গে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।”
রাংটিয়া রেঞ্জের বন কর্মকর্তা আব্দুল করিম বলেন, “এ ধরনের বন্যপ্রাণীর আক্রমণ অত্যন্ত দুঃখজনক। সরকার নির্ধারিত প্রক্রিয়ায় বন বিভাগের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।”
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বন্যপ্রাণী নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।