August 2, 2025, 5:04 pm
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

শেরপুরে বন্য হাতির আক্রমণে যুবকের মর্মান্তিক মৃত্যু

মো-তানজিম-ইসলাম

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় বন্য হাতির আক্রমণে আকাশ (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী দরবেশতলা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আকাশ প্রতিদিনের মতো সেদিন রাতেও বাড়ির বাইরে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে একটি বন্য হাতি লোকালয়ে প্রবেশ করে এবং তাকে আক্রমণ করে। হাতির পায়ে পিষ্ট হয়ে আকাশ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা নিহত আকাশের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে সর্বাত্মক চেষ্টা করবো।”

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসরাফুল ইসলাম রাসেল জানান, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। সেইসঙ্গে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।”

রাংটিয়া রেঞ্জের বন কর্মকর্তা আব্দুল করিম বলেন, “এ ধরনের বন্যপ্রাণীর আক্রমণ অত্যন্ত দুঃখজনক। সরকার নির্ধারিত প্রক্রিয়ায় বন বিভাগের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।”

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বন্যপ্রাণী নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন