July 31, 2025, 2:40 am
শিরোনাম :
মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড বগুড়ায় আকাশে উড়ার স্বপ্নভঙ্গ: জুলাই শেষ, নেই বাণিজ্যিক ফ্লাইট! ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

কমলগঞ্জে ১০ দিনব্যাপী টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

নুরুল হক মোরশেদ,

নুরুল হক মোরশেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা”—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ১০ দিনব্যাপী টিডিপি (ট্রেইনিং ফর ডেভেলপমেন্ট প্রোগ্রাম) মৌলিক প্রশিক্ষণ ৩য় ধাপের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (২৭ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ব্যাটালিয়ন-২৪ (কালাপুর, শ্রীমঙ্গল) এর পরিচালক (অধিনায়ক) এনামুল খান, বি.ভি.এম.এস।

সঞ্চালনায় ছিলেন কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা সানজিদা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মো: শাহ নেওয়াজ হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রশিক্ষণপ্রাপ্ত ৬৪ জন স্বেচ্ছাসেবী—(৩২ জন পুরুষ ও ৩২ জন নারী)—এর প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন,

“আপনারা অত্যন্ত ভাগ্যবান যে, এই প্রশিক্ষণ গ্রহণ করতে পেরেছেন। এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলুন এবং দেশের মানবসম্পদ উন্নয়নে অবদান রাখুন।”

তিনি আরও বলেন,

“দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, মানব নিরাপত্তায় এবং আনসার বাহিনীর যেকোনো কার্যক্রমে সক্রিয় থেকে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।”

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ৬৪ জন সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ সনদপত্র তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, বিভিন্ন ওয়ার্ডের দলনেতা ও দলনেত্রীসহ স্থানীয় আনসার ভিডিপি বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন