July 31, 2025, 10:58 pm
শিরোনাম :
রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে অস্ত্রধারী ডাকাতির ভয়াবহ লুটপাট

মিরাজ হুসেন প্লাবন

সংবাদ:

নীলফামারীর কিশোরগঞ্জে এক মুরগি ব্যবসায়ীর বাড়িতে দেশীয় অস্ত্রধারী ডাকাতরা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়াবহ লুটপাট চালিয়েছে। ডাকাতির ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ২টার দিকে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মুশা বটতলা গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র, মুরগি ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকীর বাড়িতে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্দিক সম্প্রতি তার মুরগি ব্যবসার হালখাতা বাড়িতে রেখেছিলেন। ওই রাতে পাঁচজন ডাকাত সিদ্দিকের বাড়িতে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতদের একজনের মুখে মাস্ক ও লুঙ্গি ছিল, বাকি চারজন খালি গায়ে থ্রি-কোয়ার্টার প্যান্ট পরা এবং হাতে চাপাতি, লাঠিসহ দেশীয় অস্ত্র ছিল।

ডাকাতরা প্রথমে সিদ্দিককে হাত-পা বেঁধে মারধর শুরু করে, এরপর তার স্ত্রীর গলায় চাপাতি ঠেকিয়ে ৮ লাখ টাকা, চারটি গলার হারসহ ৮ ভরি স্বর্ণ ও দুইটি স্মার্টফোন লুট করে নেয়। ডাকাতদের ভয়ভীতি ও হামলায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

ভুক্তভোগী সিদ্দিক বলেন, “ডাকাতরা আমার মাকে ভয় দেখিয়ে দরজা খুলিয়ে নেয়। সবাইকে জিম্মি করে স্বর্ণ, টাকা ও মোবাইল নিয়ে গেছে।”

সিদ্দিকের বড় ভাই লাল মিয়া জানান, “আমি কিশোরগঞ্জ উপজেলা শহরে থাকি। রাত সাড়ে তিনটার দিকে ফোন পেয়ে থানায় খবর দিয়ে দ্রুত গ্রামে যাই। গিয়ে দেখি ঘর তছনছ আর ভাইয়ের মুখে রক্ত।”

স্থানীয় ইউপি সদস্য গোলাম মওলা ও চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেট) বাবু ঘটনাটি নিশ্চিত করে বলেন, “ডাকাতরা অস্ত্রসহ হানা দিয়ে ভয়াবহ ডাকাতি চালিয়েছে। মাকে হুমকি দিয়ে দরজা খুলিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে ৮ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা লুট করেছে।”

কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা তদন্ত করছি এবং ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন