December 23, 2024, 8:51 am
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন মুন্সীগঞ্জ গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ৫ জন গুলিবিদ্ধ, আহত ১০ গাজীপুরে বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !! বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

ফ্যাসিবাদের পুনর্বাসন আর হবে না: হাসনাত আবদুল্লাহ

Reporter Name

ফ্যাসিবাদের পুনর্বাসন আর হবে না: হাসনাত আবদুল্লাহ

দেবিদ্বার, ১ নভেম্বর ২০২৪ — বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ শুক্রবার দেবিদ্বারে এক সমাবেশে বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের পুনর্বাসন আর হবে না। তিনি জানান, ভবিষ্যতে সরকার কে গঠন করবে, তা নির্ধারণ করবেন জনগণ, এবং যদি জনগণ এমন কাউকে ক্ষমতায় আনে যারা পূর্বের মতো ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় আগ্রহী, তবে তার দায়ও জনগণের ওপরেই বর্তাবে।

দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদানের এই অনুষ্ঠানে হাসনাত আরও বলেন, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দায়িত্ব সরকারের। তিনি উল্লেখ করেন, যে সহায়তা প্রদান করা হচ্ছে তা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংগৃহীত অর্থায়নে করা হচ্ছে, এবং প্রতিশ্রুতি দেন, কোনও পরিবারই পুনর্বাসন ছাড়া থাকবে না।

হাসনাত দেবিদ্বারের অবস্থার উন্নয়ন প্রসঙ্গে আরও বলেন, চাঁদাবাজি বন্ধে রাজনৈতিক ও সামাজিকভাবে উদ্যোগ নিতে হবে। তিনি অভিযোগ করেন, দেবিদ্বারে কিছু রাজনৈতিক নেতা দেশের বাইরে থাকেন এবং পৈতৃক কৌটায় ক্ষমতায় আসছেন। তিনি জনগণকে তাদের ওপর নির্যাতনকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে উৎসাহিত করেন এবং এ কাজে বাধা দেওয়া হলে দায়ীদের নাম প্রকাশ করার আহ্বান জানান।

তিনি দেবিদ্বারের যানজট সমস্যার সমাধানে রোড ডিভাইডার স্থাপনের কাজ শুরু করার ঘোষণা দেন এবং বাজার স্থানান্তরের পরিকল্পনাও জানান। বাজার সিন্ডিকেট প্রতিরোধে পৌর ব্যবসায়ী সমিতির পুনর্গঠন করে ব্যবসায়ীবান্ধব কমিটি গঠনের প্রতিশ্রুতি দেন তিনি।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মাহমুদুল হাসান। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক রাকিবুল ইসলাম হৃদয়, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি নাজমুল হাসান নাহিদ ও আস সুন্নাহ ফাউন্ডেশনের সমন্বয়ক মাহমুদুল হাসান জোবায়ের।

একই দিন বিকালে আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় হাসনাত আবদুল্লাহ দেবিদ্বারের ভবিষ্যৎ পরিকল্পনা ও ফ্যাসিবাদ পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন। এ সভায় বক্তব্য রাখেন বুয়েটের শিক্ষক ড. খোরশেদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা শাখার আমির অধ্যাপক শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পারভেজ সরকার এবং জাতীয় গণ অধিকার পরিষদের কুমিল্লা জেলার যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন