ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্ত্রীর মরদেহ নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন ফরিদুল ইসলাম ও তার স্বজনরা। পথে সাভারের ধামরাই উপজেলার বালিথা এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় তিনি নিজেও প্রাণ হারান। স্ত্রীর সঙ্গে তিনিও নিথর দেহ হয়ে বাড়ি ফিরলেন।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ফরিদুল তার স্ত্রী সুলতানার মরদেহ নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়ার ধানকোড়া গ্রামে ফিরছিলেন। পথে বালিথা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা ফেটে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ফরিদুলের মৃত্যু হয়।
অ্যাম্বুলেন্সে থাকা অন্য দুই যাত্রী, হেনা খাতুন ও রাইসুল ইসলাম, গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পুনরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গোলড়া হাইওয়ে পুলিশের ওসি রূপল চন্দ্র দাস জানান, সুলতানার বাবার বাড়িতে মরদেহ দাফনের উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। পরিবারের আবেদনের পর আইনি প্রক্রিয়া শেষে উভয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।