মো. মুক্তার হোসেন, শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার ঝিনাইগাতীসহ পাঁচটি উপজেলায় খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব “শুভ বড়দিন” যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপিত হয়েছে। শেরপুরের ৪৪টি ধর্মপল্লীতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে নিশি জাগরণীর খ্রিস্টযাগের মাধ্যমে উৎসবের সূচনা হয়।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ধর্মপল্লীগুলোতে প্রার্থনা, আলোচনা সভা ও কীর্তনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
জাঁকজমকপূর্ণভাবে বড়দিন উদযাপিত হয় আদিবাসী অধ্যুষিত বারুয়ামারীর সাধু জর্জের ধর্মপল্লী, মরিয়মনগরসহ ১৮টি স্থান, শেরপুর সদরে ৭টি, নালিতাবাড়ীতে ৭টি, নকলায় ৩টি এবং শ্রীবরদীতে ৯টি ধর্মপল্লীতে।
মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীতে প্রার্থনা পরিচালনা করেন ফাদার লরেন্স রিবেরু (সিএসসি), পালপুরোহিত।
উৎসব নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে। বড়দিনকে কেন্দ্র করে আদিবাসী পল্লীগুলো নানাভাবে সজ্জিত করা হয় এবং আনন্দ উৎসবে মেতে ওঠেন স্থানীয় আদিবাসীরা।