August 6, 2025, 8:19 am
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে গণ-অভ্যুত্থান দিবসে উত্তেজনা, দুই পক্ষের ধস্তাধস্তি! রাতে দোকান বন্ধ থাকা অবস্থায় ঘটে চুরির ঘটনা মুন্সিগঞ্জে আলু চাষিরা দুশ্চিন্তায়: দাম কম, উৎপাদন খরচ ওঠেনা শহীদ পরিবারের পাশে সরকারি কর্মকর্তারা আধুনিক জলযান নির্মাণ প্রকল্প পরিদর্শনে সরকারের দুই উপদেষ্টা রূপনগরে সবুজ বিপ্লব: জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি ঢাকা-১৪-এ আস্থার ঢেউ: মুন্সি আঞ্জুকে ঘিরে গণজোয়ার যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে

ঢাকা-১৪-এ আস্থার ঢেউ: মুন্সি আঞ্জুকে ঘিরে গণজোয়ার

মিরাজ হুসেন প্লাবন

নিজস্ব প্রতিবেদক
ঢাকা,

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতে এই মুহূর্তে ক্লিন ইমেজ, মেধা ও উচ্চ শিক্ষার সমন্বয়ে গঠিত নেতৃত্বের বিশেষ প্রয়োজন। এমন সময় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুন্সি বজলুল বাছিদ আঞ্জুকে ঘিরে ঢাকা-১৪ আসনে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করা আঞ্জু রাজনীতির শুরু থেকেই ছিলেন সক্রিয়। তিনি বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দলের হাইকমান্ড যখন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ক্লিন ইমেজসম্পন্ন প্রার্থীদের খুঁজছেন, তখন মুন্সি বজলুল বাছিদ আঞ্জুর নাম উঠে এসেছে আলোচনায়। তিনি শুধু রাজনৈতিকভাবে নয়, ব্যক্তিগত জীবনেও একজন মেধাবী, ভদ্র ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত।

শৈশব থেকেই মিরপুরে বেড়ে ওঠা এই নেতার রয়েছে এলাকাবাসীর মাঝে ব্যাপক জনপ্রিয়তা। সাধারণ মানুষের বিশ্বাস, ঢাকা-১৪ আসনে আঞ্জুকে দলীয় মনোনয়ন দেওয়া হলে তা বিএনপির জন্য এক বিশাল জনসমর্থনে রূপ নেবে এবং আসবে নতুন রাজনৈতিক উদ্দীপনা।

স্থানীয় নেতাকর্মীদের মতে, “আঞ্জু ভাই আমাদের এলাকার গর্ব। তিনি আমাদের ভরসা ও আশার প্রতীক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন