বাগমারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ ( বাগমারা) আসনের সংসদ সদস্য, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।
এক বার্তায় তিনি বলেন,বাগমারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরূজ-এঁর মৃত্যুতে আমরা গভীর শোক জ্ঞাপন করছি। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শোকাহত দলীয় নেতাকর্মী সহ সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সংগঠনের অত্যন্ত নিবেদনপ্রাণ নেতৃত্ব মরহুম সিরাজ উদ্দিন সুরূজ রাজনৈতিক এবং ব্যক্তি জীবনেএকজন উদারচেতা এবং ভালো মানুষ ছিলেন বলেই আমাদের জানা। দলীয় সংগঠনে এমন নেতাদের শুন্যতা পুরণ হওয়া দুস্কর। দোয়া করি, স্রষ্টা যেনো উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
মহ/দৈনিক বাংলার তরী