December 7, 2025, 4:31 pm

বেরোবি কেন্দ্রীয় লাইব্রেরিতে শহীদ আবু সাঈদ কর্ণার উদ্বোধন

মিরাজ হুসেন প্লাবন

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) কেন্দ্রীয় লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদ আবু সাঈদের নামে একটি কর্ণার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় এই কর্ণারের উদ্বোধন করেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এম জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মাহমুদ ওসমান ইমাম, বেরোবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মোঃ তানজিউল ইসলাম, লাইব্রেরির গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামান, উপ-গ্রন্থাগারিক মোঃ মামদুদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, “কেন্দ্রীয় লাইব্রেরিতে শহীদ আবু সাঈদ কর্ণার সৃষ্টির মাধ্যমে জুলাই বিপ্লবের বীরত্বগাঁথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাবে। এটি  শিক্ষার্থীদের মধ্যে শহীদের অবদান সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি করবে এবং তাদের অনুপ্রাণিত করবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের আত্মত্যাগ আমাদের বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। শহীদদের ত্যাগ তখনই সার্থক হবে, যখন আমরা দেশ ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করব।”

শহীদ আবু সাঈদ কর্ণারের প্রতিষ্ঠা বৈষম্যবিরোধী আন্দোলনের ইতিহাস সংরক্ষণের পাশাপাশি গবেষণা ও পাঠদানের জন্য একটি অনন্য সুযোগ সৃষ্টি করেছে বলে মনে করছেন শিক্ষার্থীরা। তাদের মতে, এই কর্ণার শহীদের আদর্শকে লালন করতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে সহায়তা করবে।

এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাসের সঠিক জ্ঞান প্রদান এবং শহীদের আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিতে সাহায্য করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অংশগ্রহণকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন