মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি
রংপুর, ২ ফেব্রুয়ারি ২০২৫ – বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাফেটেরিয়ায় খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বেড়েই চলেছে। সম্প্রতি ক্যাফেটেরিয়ার ছোলার মধ্যে একটি বড় পেরেক পাওয়া গেছে, যা শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। এর আগেও খাবারের মধ্যে পোকা পাওয়ার ঘটনা ঘটেছিল, তবে এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা খাবারের মান ভালো বলে দাবি করলেও শিক্ষার্থীদের অভিযোগ, খাবারের মধ্যে বিপজ্জনক উপাদান পাওয়ার ঘটনা বারবার ঘটছে। শিক্ষার্থীরা জানতে চান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা বড় শারীরিক ক্ষতির কারণ হলে তার দায়ভার কে নেবে?
শিক্ষার্থীদের দাবি, ক্যাফেটেরিয়ার খাবারের মান ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং শিক্ষার্থীদের নিরাপদ খাবার নিশ্চিত হয়।