শাহিন আলম টেকনাফ
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খুরেরমুখ সমুদ্র উপকূলে কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে মাদক পাচারকারীদের ফেলে যাওয়া একটি ট্রলার থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা, ৪ বোতল ফেনসিডিল এবং ২টি ধারালো দা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, সোমবার রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পূর্ব জোনের বিসিজি আউটপোস্ট শাহপরী ও র্যাব-১৫ সিপিসি যৌথভাবে টেকনাফের সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সাগরে উপকূলের কাছাকাছি একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট দেখতে পেয়ে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু কোস্টগার্ড ও র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে বোটটি পালানোর চেষ্টা করে। ধাওয়া করলে বোটটি সাবরাং খুরেরমুখ সংলগ্ন সমুদ্র চরে আটকে যায় এবং বোটে থাকা মাদক কারবারীরা সাঁতার কেটে তীরে পালিয়ে যায়। পরে বোটটি জব্দ করে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ ও বস্তায় লুকানো অবস্থায় উল্লেখিত মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বয় করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে টেকনাফ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।