August 4, 2025, 6:09 pm
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

মৌলভীবাজারে ইমাদুদদীন অ্যাকাডেমির টেলেন্ট সার্চ প্রোগ্রাম সম্পন্ন

মিরাজ হুসেন প্লাবন

 

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান ইমাদুদদীন অ্যাকাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে তিন দিনব্যাপী টেলেন্ট সার্চ প্রোগ্রাম ২০২৫ সম্পন্ন হয়েছে।

গত ৯ ফেব্রুয়ারি রোববার শুরু হওয়া এই কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাদুদদীন অ্যাকাডেমির উপদেষ্টা মাওলানা ফজলুর রহমান, আর সঞ্চালনা করেন কিডস কো-অর্ডিনেটর মাহফুজা সাবা। স্বাগত বক্তব্য দেন অ্যাকাডেমির ফাউন্ডার ও প্রিন্সিপাল হামমাদ রাগিব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (সহকারী) আনিসুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন বড়লেখা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ আবদুস সবুর।

এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—

অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুল মুজিব
অ্যাকাডেমির উপদেষ্টা মাহফুজ ইসলাম
জামেয়া দ্বীনিয়া মৌলভীবাজারের প্রিন্সিপাল মাওলানা মাজদুদ আহমদ
ইঞ্জিনিয়ার গাজী হাবীবুল্লাহ
সিলেট আইডিয়াল কলেজের লেকচারার ও আর-রশীদ ইসলামিক ইন্সটিটিউট সিলেটের পরিচালক সাদিকুর রাহমান
সৃজনঘর সম্পাদক ইবাদ বিন সিদ্দিক
মিসবাহুল হুদা আল-ইসলামিয়া সিলেটের প্রিন্সিপাল মাওলানা ইমরান রব্বানী
মাওলানা রুহুল আমীন, মাওলানা আবু বকর প্রমুখ।
টেলেন্ট সার্চ প্রোগ্রামের মূল লক্ষ্য
ইমাদুদদীন অ্যাকাডেমির অন্যতম বিশেষায়িত আয়োজন এই টেলেন্ট সার্চ প্রোগ্রাম, যেখানে শিক্ষার্থীদের মেধা ও অতিরিক্ত কার্যক্রমের দক্ষতা যাচাই করা হয়। নতুন শিক্ষাবর্ষের শুরুতে এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও তাদের আত্মবিশ্বাস গড়ে তোলার কাজ করা হয়।

প্রতিযোগিতার অংশ হিসেবে বিনোদনমূলক খেলাধুলা, শরীরচর্চা ও জ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা অন্তর্ভুক্ত ছিল।

ইমাদুদদীন অ্যাকাডেমি সম্পর্কে সংক্ষেপে
ইমাদুদদীন অ্যাকাডেমি মৌলভীবাজারের একটি বিশেষায়িত ইসলামিক স্কুল। এখানে বিশ্বমানের সাধারণ শিক্ষার পাশাপাশি পর্যাপ্ত ইসলামিক শিক্ষা প্রদান করা হয়। প্রতিষ্ঠানটি সরকার-প্রণীত সিলেবাস অনুসরণ করলেও নিজস্ব সুপরিকল্পিত পাঠ্যক্রম রয়েছে, যার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা পবিত্র কুরআন হিফজের সুযোগ পায়।

আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি চালু থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন