আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদর উপজেলায় সাত বছরের এক শিশুর ওপর নির্যাতনের অভিযোগে জীবন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নয়াগাঁও মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) সজিব দে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৫ দিন আগে শিশুটি বাবা-মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। সোমবার সন্ধ্যায় সে বাড়ির পাশে উঠানে খেলা করছিল। এ সময় জীবন শিশুটিকে ফাঁকা ও নির্জন স্থানে নিয়ে গিয়ে অনৈতিক কাজের চেষ্টা করে। শিশুটি বিষয়টি তার নানিকে জানালে পরিবারের সদস্যরা সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউল করিম জানান, শিশুটিকে গাইনি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজিব দে বলেন, “হাসপাতালের মাধ্যমে ঘটনার তথ্য পেয়ে আমরা দ্রুত অভিযান চালাই এবং রাতেই অভিযুক্ত জীবনকে আটক করি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”