আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় আবু তাহের লেংটা (৪০) নামে এক মিশুক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে বালুচর রাজানগর গ্রামের একটি কাঁচা রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু তাহের ওই গ্রামের আলম চাঁন মাদবরের ছেলে।
নিহতের বোন আঁখি বেগম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে আবু তাহের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন। এরপর সারারাত তিনি আর ফিরে আসেননি। পরিবারের লোকজন রাতভর খোঁজাখুঁজি করেন। পরে সেহরির পর বুধবার ভোর ৬টার দিকে রাজানগর গ্রামের কাঁচা রাস্তায় তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় এবং পুলিশকে জানানো হয়।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবু তাহের নেশা সেবনের জন্য বের হয়ে নিখোঁজ হন। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের পর নিশ্চিত করা যাবে।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং বিস্তারিত জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে