নিজস্ব প্রতিবেদক
মাগুরায় নির্যাতনের শিকার ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
শিশুটি গুরুতর অসুস্থ অবস্থায় সিএমএইচ-এর শিশু বিভাগের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসাধীন ছিল। এর আগে, বুধবার চারবার ও বৃহস্পতিবার আরও দুইবার তার কার্ডিয়াক অ্যারেস্ট (আকস্মিক হৃদস্পন্দন বন্ধ) হয়।
৫ মার্চ শিশুটি মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গভীর রাতে বর্বর নির্যাতনের শিকার হয়। এরপর তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় ৮ মার্চ শিশুটিকে সিএমএইচ-এ স্থানান্তর করা হয়, যেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পর অভিযুক্ত শিশুটির ভগ্নিপতি সজিব (১৮), সজিবের ভাই রাতুল (১৭), তাদের বাবা হিটু মিয়া (৪২) ও মা জাবেদা বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।