আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের কাছে নদীতে মরদেহটি দেখতে পান স্থানীয় জেলেরা। পরে নৌ পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম জানান, আনুমানিক ১৮-২০ বছর বয়সী ওই তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, মরদেহটি খালি শরীরে ছিল এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।