July 30, 2025, 2:00 pm
শিরোনাম :
মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড বগুড়ায় আকাশে উড়ার স্বপ্নভঙ্গ: জুলাই শেষ, নেই বাণিজ্যিক ফ্লাইট! ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

ফিলিস্তিন-ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে তালতলীতে বিক্ষোভ!

এইচ বি সুমন আলী |

এইচ বি সুমন আলী | স্টাফ রিপোর্টার, বরগুনা

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা ও ভারতের নাগপুরে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে তালতলীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে তৌহিদী জনতা।

শুক্রবার (২২ মার্চ) জুমার নামাজের পর তালতলী বাজারের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে তালতলী বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তালতলী বাজার বহুমুখী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম মামুন। সঞ্চালনা করেন মো. ফয়সাল আহমেদ।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন—
🔹 ইসলামী আন্দোলন তালতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আফজাল হুসাইন
🔹 বাংলাদেশ জামায়াতে ইসলামের তালতলী উপজেলা শাখার আমির মাওলানা মুহাম্মদ শাহজালাল পিয়াদা
🔹 তালতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এইচ এম খলিলুর রহমান
🔹 উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ আলী

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের তালতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা জালাল উদ্দিন।

বক্তাদের ক্ষোভ ও প্রতিবাদ

বক্তারা বলেন, “ফিলিস্তিনকে উন্মুক্ত কারাগারে পরিণত করা হয়েছে। সেখানে নারী-শিশুদের হত্যা করা হচ্ছে, অথচ বিশ্ব বিবেক নির্বিকার।” তারা আরও বলেন, “ইসরায়েল ক্রমাগত ফিলিস্তিনকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এটি চলতে থাকলে কয়েক দশকের মধ্যে ফিলিস্তিন মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে।”

ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের বিষয়ে নেতারা বলেন, “বিজেপি সরকার মুসলিম নিদর্শনসমূহ ধ্বংসের ষড়যন্ত্র করছে। মসজিদ-মাদ্রাসা ভেঙে ফেলা হচ্ছে। বিশ্ব মানবতাবাদীদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের স্বাধীনতা ও মুসলমানদের নিরাপত্তার দাবিতে শ্লোগান দেন এবং ইসরায়েল-ভারতের সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে কঠোর নিন্দা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন