বরগুনার তালতলীতে নিজ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ মার্চ) সকাল ৮টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
নিহত যুবকের নাম মো. ইউসুফ (৪৫)। তিনি উপজেলার ৫ নম্বর বড়বগী ইউনিয়নের উত্তর কাজীর খালের বাসিন্দা এবং আদম আলী মুন্সির ছেলে।
স্থানীয়রা জানান, প্রায় ২০ বছর আগে ইউসুফের বিয়ে হয় নিশান বাড়িয়া ইউনিয়নের বড় অংকুজান পাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে রাবেয়া বেগমের সঙ্গে। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তবে বিগত কয়েক বছর ধরে স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। প্রায়ই তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটত।
শনিবার রাতে তারাবির নামাজ পড়ে ইউসুফ স্ত্রী রাবেয়ার পাশে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে স্ত্রী দেখতে পান, ইউসুফ ঘরের ভেতর ফাঁস দিয়ে ঝুলছেন। তবে নিহতের স্বজনদের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং ইউসুফকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
নিহতের স্ত্রী রাবেয়া বেগমের দাবি, তার স্বামী অর্থনৈতিক সংকটের কারণে আত্মহত্যা করতে পারেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, “সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা।”
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আরও তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।