আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু এলাকা থেকে পলিথিন ও স্কচটেপে প্যাঁচানো খণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
৪ এপ্রিল, শুক্রবার বেলা তিনটার দিকে পদ্মা সেতু সংলগ্ন মেদিনী মন্ডল এলাকার একটি রেস্তোরাঁর পাশ থেকে মরদেহের দুটি খণ্ড উদ্ধার করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, পদ্মা সেতুর মেদিনী মন্ডল এলাকার খান বাড়ি বাসস্ট্যান্ডের পাশে পড়ে থাকা কাগজের একটি কার্টন থেকে উৎকট গন্ধ বের হচ্ছিল। উৎসুক জনতা জড়ো হলে কার্টনটি খুলে পলিথিন ও স্কচটেপে মোড়ানো দুটি পুটলি পাওয়া যায়, যার মধ্যে মানুষের শরীরের খণ্ডিত অংশ ছিল।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, উদ্ধারকৃত লাশের মাথা দেখে মনে হচ্ছে এটি পুরুষের মরদেহ, যার চুল ছোট। আরও কিছু অংশ কেরানীগঞ্জ মডেল থানার এলাকায় পাওয়া গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।