আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি কাজীপাড়ায় অভিযান চালিয়ে দুই শত পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী জিয়াউল হক মুরাদ ও তার স্ত্রী সোনিয়া বেগমকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম।
আটক জিয়াউল হক মুরাদ বালুয়াকান্দির কাজীপাড়ার মৃত ইকরামুল হকের ছেলে। তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ।
ওসি আনোয়ার আলম আজাদ জানান, “মুরাদ একজন চিহ্নিত মাদক কারবারি। গজারিয়া থানাসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল মুরাদ। তার কারণে এলাকার তরুণ সমাজ ধ্বংসের পথে চলছিল। পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে তারা এর ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছেন।