July 8, 2025, 11:54 am

সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক

মিরাজ হুসেন প্লাবন

কয়রা প্রতিনিধি, খুলনা:
সুন্দরবন খুলনা রেঞ্জ ও নলিয়ান কোস্টগার্ডের যৌথ অভিযানে ১১০ কেজি হরিণের মাংসসহ আরিফুল সরদার (২৫) নামের ১ জনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি দাকোপ উপজেলার কালীনগর গ্রামের কিনারুল সরদারের পুত্র।

৮ এপ্রিল মঙ্গলবার, বেলা ১১ টার দিকে ঠাকুরবাড়ি খেয়াঘাট এলাকা থেকে হরিণের মাংসসহ তাকে আটক করা হয়। অভিযানে তার সঙ্গে থাকা আরও ৪ জন হরিণ শিকারী পালিয়ে যায়।

খুলনা রেঞ্জের রেঞ্জ সহযোগী মোঃ ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করতে সক্ষম হয়।

অভিযানকালে সুতারখালী স্টেশন কর্মকর্তা দেওয়ান মিজানুর রহমান জানান, আরিফুল সরদার তার সঙ্গে থাকা ৪ শিকারীর পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে এবং বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন