August 4, 2025, 3:39 pm
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধে উত্তাল শিক্ষার্থীরা

আক্কাছ আলী,

আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি

কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধের ছয় দফা দাবিতে মুন্সিগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-মুক্তারপুর সড়কের ধলেশ্বরী সেতুর ঢালে এ অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রতিদিনের মতো বুধবার সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে শিক্ষার্থীরা সমবেত হন। পরে বেলা পৌণে ১২টার দিকে তারা মিছিল নিয়ে মুক্তারপুর ধলেশ্বরী সেতুর ঢালে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। টানা প্রায় তিন ঘণ্টা চলা এ কর্মসূচির ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর পৌণে ৩টা পর্যন্ত চলা এ অবরোধে জনদুর্ভোগ সৃষ্টি হয়।

অবস্থানে থাকা সেনা সদস্য ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন এবং নিরাপত্তা নিশ্চিত করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় দফা দাবি নিম্নরূপঃ
১. জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবৈধ পদোন্নতি বাতিল ও দোষীদের চাকরিচ্যুতির দাবি
ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল করতে হবে। রাতের আঁধারে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

২. কারিকুলাম আধুনিকায়ন ও ইংরেজি মাধ্যমে পাঠদান
যেকোনো বয়সে ভর্তি বন্ধ করে চার বছর মেয়াদি আন্তর্জাতিক মানের কারিকুলাম চালু করতে হবে, যা পর্যায়ক্রমে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালিত হবে।

৩. ডিপ্লোমা পাশদের জন্য উপযুক্ত পদ সংরক্ষণ নিশ্চিতকরণ
ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত পদে অন্যদের নিয়োগ বন্ধ করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

৪. কারিগরি সেক্টরে অকারিগরি জনবল নিয়োগ নিষিদ্ধ করা
কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ বন্ধ করে দক্ষ ও শিক্ষিত কারিগরি জনবল নিয়োগ নিশ্চিত করতে হবে।

৫. স্বতন্ত্র মন্ত্রণালয় ও সংস্কার কমিশন গঠন
কারিগরি শিক্ষার উন্নয়নে স্বতন্ত্র “কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়” এবং একটি কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।

৬. টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষার সুযোগ
পলিটেকনিক ও মনোটেকনিক শিক্ষার্থীদের জন্য একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় এবং নতুন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে তাদের ভর্তি নিশ্চিত করতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন