April 19, 2025, 11:29 pm

মাধবপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক

মিরাজ হুসেন প্লাবন

মো. ইফাজ খাঁ, প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ এপ্রিল) দুপুরে মাধবপুর-মনতলা সড়কের হালুয়াপাড়া এলাকার আওয়াইল্লা ব্রিজের উত্তর পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের আঃ খালেকের ছেলে মোঃ তানভীর (২০) এবং নরসিংদী জেলার রায়পুর থানার বীরগাঁও গ্রামের আঃ কাদিরের ছেলে মোঃ জিহাদ (১৯)।

অভিযানে ২৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন