ভোলা প্রতিনিধি:
ভোলার মেঘনা নদীতে গোসল করতে নেমে হাতে উঠে এলো এক বিরল জলজ প্রাণী—ডলফিন! জেলার হাজীকান্দি গ্রামের এক স্থানীয় বাসিন্দা এই বিরল ঘটনার মুখোমুখি হন।
ঘটনাটি ঘটেছে আজ দুপুরে। প্রতিদিনের মতো নদীতে গোসল করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। হঠাৎই তার নজরে পড়ে পানিতে অস্বাভাবিক কিছু একটা নড়াচড়া করছে। সাহস করে কাছে গিয়ে তিনি যা দেখেন, তা দেখে তাক লাগিয়ে যান – একটি জীবন্ত ডলফিন!
স্থানীয়রা জানান, ডলফিনটি ছিল ছোট আকারের এবং সম্পূর্ণ সুস্থ। এটি উদ্ধারের পর আশপাশের লোকজন ভিড় করেন ঘটনাস্থলে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, স্থানীয়রা ডলফিনটি ঘিরে রেখেছেন, কেউ কেউ ভিডিও করছেন।
ডলফিন সাধারণত গভীর সমুদ্র বা বড় নদীতে বিচরণ করে। কিন্তু মানুষের এত কাছাকাছি এসে ধরা পড়া অত্যন্ত বিরল ঘটনা। পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তন, নদীর জলপ্রবাহে পরিবর্তন ও খাদ্য সংকটের কারণে এসব জলজ প্রাণী মাঝেমধ্যে অস্বাভাবিকভাবে মানুষের নিকটবর্তী হয়ে পড়ে।
ঘটনাটি ভোলার স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। অনেকে বলছেন, এই ধরনের ঘটনা নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।