August 6, 2025, 4:10 am
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

ভোলার মেঘনায় বিরল ডলফিন! নদীতে গোসল করতে নেমেই বিস্ময়

মোঃ-কামরুল-হাসান-নাইম.

ভোলা প্রতিনিধি:
ভোলার মেঘনা নদীতে গোসল করতে নেমে হাতে উঠে এলো এক বিরল জলজ প্রাণী—ডলফিন! জেলার হাজীকান্দি গ্রামের এক স্থানীয় বাসিন্দা এই বিরল ঘটনার মুখোমুখি হন।

ঘটনাটি ঘটেছে আজ দুপুরে। প্রতিদিনের মতো নদীতে গোসল করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। হঠাৎই তার নজরে পড়ে পানিতে অস্বাভাবিক কিছু একটা নড়াচড়া করছে। সাহস করে কাছে গিয়ে তিনি যা দেখেন, তা দেখে তাক লাগিয়ে যান – একটি জীবন্ত ডলফিন!

স্থানীয়রা জানান, ডলফিনটি ছিল ছোট আকারের এবং সম্পূর্ণ সুস্থ। এটি উদ্ধারের পর আশপাশের লোকজন ভিড় করেন ঘটনাস্থলে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, স্থানীয়রা ডলফিনটি ঘিরে রেখেছেন, কেউ কেউ ভিডিও করছেন।

ডলফিন সাধারণত গভীর সমুদ্র বা বড় নদীতে বিচরণ করে। কিন্তু মানুষের এত কাছাকাছি এসে ধরা পড়া অত্যন্ত বিরল ঘটনা। পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তন, নদীর জলপ্রবাহে পরিবর্তন ও খাদ্য সংকটের কারণে এসব জলজ প্রাণী মাঝেমধ্যে অস্বাভাবিকভাবে মানুষের নিকটবর্তী হয়ে পড়ে।

ঘটনাটি ভোলার স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। অনেকে বলছেন, এই ধরনের ঘটনা নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন