ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে চাঁদা না দেয়ায় নির্মমভাবে খুন হওয়া দিনমজুর মাসুদ হত্যা মামলার প্রধান আসামি আল-আমিনকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ সোহান সরকার।
পুলিশ জানায়, নিহত মাসুদ চরফ্যাশনের একজন দিনমজুর ছিলেন। তার কাছে দীর্ঘদিন ধরে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল একদল দুর্বৃত্ত। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মাসুদকে নৃশংসভাবে হত্যা করা হয়।
এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
ঘটনার পরপরই তদন্তে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মতিঝিল এলাকা থেকে মূল অভিযুক্ত আল-আমিনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-আমিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহান সরকার জানান, “এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। চাঁদা না দেওয়ার কারণেই এই নৃশংসতা ঘটানো হয়েছে। আমরা আরও জড়িতদের খুঁজে বের করতে কাজ করছি।”
মাসুদের পরিবার এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।