রুবেল হাসান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ী হাটে গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রির অভিযোগে বেলাল হোসেন (৪৫) নামের এক মাংস ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এই অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম।
আসামি বেলাল হোসেন উপজেলার চোপিনগর ইউনিয়নের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দুবলাগাড়ী হাটে মাংস ব্যবসার সঙ্গে যুক্ত।
জানা যায়, গরুর মাংসে অতিরিক্ত রক্ত মিশিয়ে বিক্রি করছিলেন বেলাল। এ সময় ভোক্তারা সন্দেহ প্রকাশ করলে ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে বিষয়টি। অভিযানে হাতেনাতে ধরা পড়েন তিনি এবং ঘটনাস্থলেই রক্ত মেশানোর বিষয়টি স্বীকার করেন। উপস্থিত সাক্ষীদের সামনে স্বীকারোক্তির ভিত্তিতে তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সতর্ক করা হয়।
অভিযানে সহযোগিতা করেন শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।