August 3, 2025, 8:25 pm
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

ভুইগাঁও গ্রামে মিলল ৪ লাখ টাকার চোরাই সিএনজি

মিরাজ হুসেন প্লাবন

🖋️ জুনেদ আহমদ রুনু, ছাতক (সুনামগঞ্জ) ::

সুনামগঞ্জের ছাতক উপজেলায় পুলিশের পৃথক অভিযানে চোরাই একটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধারসহ পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২১ এপ্রিল) রাতভর এ অভিযান চালানো হয়।

দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাঁও পশ্চিমপাড়া গ্রামের ছবির আহমদের বসতবাড়ি থেকে আনুমানিক চার লাখ টাকা মূল্যের চোরাই সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়। অভিযানে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার লাক্কাতুরা এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক (৩২), ছাতকের ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের মো. রাসেল মিয়া (৪০) এবং মৃত তাহের আলীর পুত্র আখতার হোসেন (৩৫) কে গ্রেফতার করে পুলিশ।

ছাতক থানার এএসআই আব্দুর রাহিম ও এএসআই শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অপর এক অভিযানে, এএসআই মো. তোহা তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জিআর ৩২/১১ (ছাতক) মামলায় সাজাপ্রাপ্ত ও আরও ৩টি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তেরাব আলী (৩৪) কে গ্রেফতার করেন। তেরাব আলী উত্তর খুরমা ইউনিয়নের শেওতরপাড়া গ্রামের মৃত তাহির আলীর পুত্র।

একই রাতে ছাতক থানার এএসআই মো. তোলা মিয়া পরিচালিত আরেক অভিযানে জিআর ৩৫২/২৩ (ছাতক) মামলার আসামি পংকু রঞ্জন সরকার (৪০) কে গ্রেফতার করা হয়। তিনি শহরের মণ্ডলীভোগ এলাকার বাসিন্দা এবং মৃত প্রমোদ রঞ্জন সরকারের পুত্র। তাদের গ্রামের বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার নয়া বারুণকা গ্রামে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন