মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি,:
রাজবাড়ী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের গোপন অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ মো. আরিফ মন্ডল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আরিফ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ওমর আলী মোল্লার পাড়ার হাবি মন্ডলের ছেলে।
বুধবার (২৩ এপ্রিল ২০২৫) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম জানান,
“রাজবাড়ী সদর থানার অন্তর্গত খানখানাপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে চায়ের দোকানের সামনে থেকে আরিফকে আটক করা হয়। তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল এবং এলাকাবাসী তার বিরুদ্ধে নানা সময় অভিযোগ করলেও সে থেকে গা বাঁচিয়ে চলছিল।
রাজবাড়ী ডিবির অভিযানে আবারও প্রমাণ মিললো—মাদকবিরোধী অভিযানে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে প্রশাসন। এলাকাবাসী এই অভিযানে সন্তোষ প্রকাশ করে নিয়মিত এ ধরনের তৎপরতা চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।