August 1, 2025, 3:57 pm
শিরোনাম :
রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড

‘শুধুমাত্র ভারতের জন্য ১৩০টি পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছি’

মোঃ নিজামুল ইসলাম

কাশ্মীরের পহেলগামে সশস্ত্রগোষ্ঠীর ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। সীমান্তে প্রতিদিনই চলছে গোলাগুলি। অনেকে সামরিক সংঘাতের আশঙ্কাও করছেন। এর মধ্যেই পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসী ভারতে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছেন। রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

শনিবার এক অনুষ্ঠানে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসী বলেন, শুধুমাত্র ভারতের জন্য ১৩০টি পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছি। এছাড়া ঘোরি, শাহিন, গজনবি-এর মতো মিসাইলও প্রস্তুত আছে বলে ভারতকে মনে করিয়ে দিয়েছেন তিনি। ভারতেকে সতর্ক করে পাকিস্তান মুসলিম লীগের এ নেতা বলেন, তারা (ভারত) যদি সিন্ধু নদের পানি বন্ধ করে দেওয়ার সাহস করে তাহলে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত। তিনি বলেন, মিলিটারি সরঞ্জাম, মিসাইল শুধু দেখানোর জন্য আমরা রাখিনি। পরমাণু ক্ষেপণাস্ত্রও প্রস্তুত আছে। কোথায় রাখা আছে সেটা কেউ জানে না। কিন্তু এটুকু বলে রাখছি, এসব ব্যালিস্টিক মিসাইল ভারতের দিকেই তাক করা আছে।’

ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমাও বন্ধ করে দেওয়ার প্রসঙ্গ টেনে হানিফ বলেন, নায়াদিল্লি তার পদক্ষেপের কঠোর পরিণতি বুঝতে শুরু করেছে। তার দাবি, ‘১০ দিন এরকম চললেই ভারতের এয়ার লাইন্সসংস্থাগুলো দেউলিয়া হয়ে যাবে।’ ভারতের নিরাপত্তা ব্যর্থতার কারণেই পহেলগাম হামলার মতো ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন হানিফ। ভারত কিছু হলেই অকারণে পাকিস্তানের ওপর দায় চাপায় বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন