November 10, 2025, 11:34 pm
শিরোনাম :
ভোলা: প্রেমের বিয়ে মেনে নিল না মেয়ের পরিবার, অশান্তি দুই গ্রামে ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু গাজীপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, হবিগঞ্জের মাধবপুরে নির্ভীক সাংবাদিক ও নেতা আলাউদ্দিন আল রনি বিআরটিএ অফিসে ঘুষ ফেরত চাওয়ায় সেবাগ্রহিতাকে মারধরের অভিযোগ রাজবাড়ীতে আওয়ামী লীগের নেতার দখলে থাকা কোটি টাকার খাস জমি উদ্ধার জামালপুরে ‘লোম মানব পরিবার’—বারো সদস্যের মানবিক সংগ্রাম রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ দুইজনের কারাদণ্ড রাজবাড়ীর বালিয়াকান্দিতে চত্রা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

‘শুধুমাত্র ভারতের জন্য ১৩০টি পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছি’

মোঃ নিজামুল ইসলাম

কাশ্মীরের পহেলগামে সশস্ত্রগোষ্ঠীর ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। সীমান্তে প্রতিদিনই চলছে গোলাগুলি। অনেকে সামরিক সংঘাতের আশঙ্কাও করছেন। এর মধ্যেই পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসী ভারতে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছেন। রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

শনিবার এক অনুষ্ঠানে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসী বলেন, শুধুমাত্র ভারতের জন্য ১৩০টি পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছি। এছাড়া ঘোরি, শাহিন, গজনবি-এর মতো মিসাইলও প্রস্তুত আছে বলে ভারতকে মনে করিয়ে দিয়েছেন তিনি। ভারতেকে সতর্ক করে পাকিস্তান মুসলিম লীগের এ নেতা বলেন, তারা (ভারত) যদি সিন্ধু নদের পানি বন্ধ করে দেওয়ার সাহস করে তাহলে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত। তিনি বলেন, মিলিটারি সরঞ্জাম, মিসাইল শুধু দেখানোর জন্য আমরা রাখিনি। পরমাণু ক্ষেপণাস্ত্রও প্রস্তুত আছে। কোথায় রাখা আছে সেটা কেউ জানে না। কিন্তু এটুকু বলে রাখছি, এসব ব্যালিস্টিক মিসাইল ভারতের দিকেই তাক করা আছে।’

ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমাও বন্ধ করে দেওয়ার প্রসঙ্গ টেনে হানিফ বলেন, নায়াদিল্লি তার পদক্ষেপের কঠোর পরিণতি বুঝতে শুরু করেছে। তার দাবি, ‘১০ দিন এরকম চললেই ভারতের এয়ার লাইন্সসংস্থাগুলো দেউলিয়া হয়ে যাবে।’ ভারতের নিরাপত্তা ব্যর্থতার কারণেই পহেলগাম হামলার মতো ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন হানিফ। ভারত কিছু হলেই অকারণে পাকিস্তানের ওপর দায় চাপায় বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন