আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং গ্রাম থেকে সাতজন জুয়াড়িকে আটক করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। শনিবার রাত আনুমানিক একটার
দিকে সোনারং বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন—সিরাজদিখান উপজেলার ধনিয়াপাড়া গ্রামের মোঃ বিপ্লব (৩৫), মোঃ শাকিল শিকদার (৩১), সুতুরচর গ্রামের নাঈম হোসেন (৩০), টঙ্গীবাড়ি উপজেলার দ্বীপাড়া গ্রামের নুরুজ্জামান বেপারী, পাইকপাড়া গ্রামের নুরুল ইসলাম শিকদার (৪২), কাইচাইল গ্রামের জালাল হাওলাদার (৩৫) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার মোঃ কামাল হোসেন (৫৪)।
টঙ্গীবাড়ী থানার এসআই মোঃ শাহ্ আলী জানান, শনিবার রাতে ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সোনারং বাসস্ট্যান্ড মাঠে (ঈদগাহের বিপরীতে) কিছু ব্যক্তি প্রকাশ্যে প্লেয়িং কার্ড (তাশ) দিয়ে জুয়া খেলছে। পরে রাত একটার দিকে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিন প্যাকেট প্লেয়িং কার্ড ও নগদ ৯৫০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।