বিস্তারিত:
ভোলার ইলিশা ইউনিয়নের জংশন বাজার এলাকায় এক নারীর পরকীয়ার ঘটনা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গতকাল (২ মে) মধ্যরাতে আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে ভাড়াটিয়া বাড়ির মালিকের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েন ওই নারী।
জানা যায়, ওই নারী দীর্ঘদিন ধরে বাড়ির মালিকের সঙ্গে গোপনে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন এবং একাধিকবার তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে। ঘটনার দিন তার স্বামী আচমকা তাদের কক্ষে ঢুকে স্ত্রীকে বাড়ির মালিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন।
পরবর্তীতে ঘটনাটি আশপাশের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের সামনেই ক্ষুব্ধ স্বামী স্ত্রীকে তালাক দেন। পরবর্তীতে স্থানীয়দের চাপ এবং সামাজিক চাপে বাড়ির মালিকের সঙ্গে ওই নারীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। জানা গেছে, এই দম্পতির একটি সন্তানও রয়েছে।
এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।